• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  কর্মসূচী পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০৭ পিএম;
ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  কর্মসূচী পালিত
ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  কর্মসূচী পালিত

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচীর পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করে জেলা ছাত্রলীগ। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা ছাত্রলীগ শ্রদ্ধ নিবেদন করে।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিনসহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন, ১৫ আগস্টের পর দেশের আরেকটি জঘন্যতম রক্তাক্ত অধ্যায় রচিত হয় ২১ আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে। ওই দিনের ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয়। অসংখ্য মানুষ আহত হয়। সেই দিনের সেই ভয়াবহতা দেশের মানুষকে আজও মর্মাহত করে। বক্তারা বলেন, আজকের দিনে আমাদের একটাই দাবী থাকবে, ওই দিনের ঘটনায় যারা জড়িত, এখনও যারা দেশের বাইরে লুকিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরে সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ